জাতির_বিবেকের কাছে প্রশ্ন!!
লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৯:৫৭ রাত
২২ লাখ চাকুরী জীবিদের বেতন না
বাড়িয়ে ২১ লাখ শিক্ষিত বেকার যুবকদের
চাকুরীর সুযোগ করে দিলে ভাল হতো না ?
অবসরের বয়স সীমা ২ বছর না বাড়িয়ে
বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে
দিলে কি পাপ হতো?
-
মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি..
দেশের সরকারী চাকুরীজিবী ৪% এর বেতন
১০০% বৃদ্ধির আগে বাকি ৯৬% ( বেকার +
বেসরকারী চাকুরীজিবী) বিশেষ কোন
ট্রাইবুনালের আওতায় এনে গনহারে
ফাসিতে ঝুলিয়ে দিন।
-
তাদের অপরাধ..
১. কেন তারা ফাস করা প্রশ্ন কালেক্ট করতে
পারেনি বা করেনি..?
২. কেন তারা শিক্ষাজীবনের মূল্যবান
সময়টাতে রাজনিতী না করে পড়ালেখার
পেছনে নষ্ট করেছে..?
৩. কেন তাদের কোন প্রভাবশালী নেতা/
এমপি / মন্ত্রীর সাথে যোগাযোগ বা
আত্বীয়তার সম্পর্ক নেই..?
৪. কেন তারা লক্ষ টাকা ঘুষ দেয়ার মতো
সামর্থ্য রাখেনা.?
৫. কেন তাদের বাপ বা দাদারা মুক্তিযুদ্ধে
অংশগ্রহণ করেনি..?
৬. কেন তারা উপজাতি হয়ে জন্মায় নাই..?
-
- সরকারী চাকুরীর ৫৬% কোটার মধ্যে স্থান
না পাওয়া ৪৭% শিক্ষিত যোগ্য ও মেধাবী
বেকারকে ধুকিয়ে ধুকিয়ে মারার চাইতে
একেবারে ফাসি দিয়ে দেয়াটাই বেটার।
-
পুনশ্চঃ
সব বেকারকে ফাসিতে ঝুলিয়ে দিলে
বেকার ও দারিদ্রমুক্ত ডিজিটাল
বাংলাদেশ গড়ার স্বপ্ন আপনা আপনিই
বাস্তবায়িত হয়ে যাবে।
বিষয়: বিবিধ
৮৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকারি চাকরিজীবিদের বেতন না বাড়ালে..... অবৈধ চেয়ারে বসে থাকা যেতনা।
মন্তব্য করতে লগইন করুন